× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনিতে গোসলে নেমে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

১৬ জুলাই ২০২৪, ২১:৩৮ পিএম । আপডেটঃ ১৬ জুলাই ২০২৪, ২১:৩৯ পিএম

মাদারীপুরের কালকিনিতে পালরদ্দী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মজনু চৌকিদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত মজনু চৌকিদার পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের সমির চৌকিদারের ছেলে ও পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মেজবাউল হক চৌকিদারের চাচা। আজ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

এলাকা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বৃদ্ধ মজনু চৌকিদার একা বাড়ির পাশে পালরদ্দী নদীর ঘাটে গোসল করতে যায়। এসময় তিনি পা পিছলে নদীর গভীর পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।

এ ব্যাপারে নিহতের ভাতিজা কাউন্সিলর মেজবাউল হক জানান, পালরদ্দী নদীতে আমার চাচা গোসল করতে গিয়ে তার পায়ের একটি জুতা নদীর মধ্যে ভেসে যায়। তিনি ওই জুতা আনতে গিয়ে তিব্র  স্রোতের মুখে পড়ে গভীর পানিতে ডুবে মারা গেছে। তিনি একজন সম্মানিত হাজ্বী ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.