× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী-স্ত্রী ও দুই মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২৮ জুলাই ২০২৪, ১৪:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৮ জুলাই) সকালে নবীনগর পৌর শহরের ২নং ওয়ার্ডের বিজয় পাড়া এলাকায় একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।  

উদ্ধার হওয়া মরদেহগুলো হলো- বিজয় পাড়া এলাকার বাসিন্দা সোহাগ (৩৩) ও তার স্ত্রী জান্নাতুল (২২) এবং তাদের সন্তান ফারিয়া (৪) ও ফাহিমা (২)। 

নিহত জান্নাতুলের মা মনো বেগম জানান, শনিবার রাতে রাতে খাবার খেয়ে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন সোহাগ দম্পতি।

রোববার সকালে সোহাগ ও জান্নাতুল ঘুম থেকে না ওঠায়, তারা অনেক ডাকাডাকি করেন। এক পর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে উজ্জ্বল মিয়া নামে এক পথচারীর সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে চারজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার তদন্ত চলছে, ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.