× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে গাঁজা-ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

৩০ জুলাই ২০২৪, ২১:৫৭ পিএম

পাবনার ঈশ্বরদীতে ২২কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি কে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পাতিলাখালি এলাকার কেমিক্যাল মোস্তফার বাড়ির সামনে থেকে আসামী সুমন আলী (২৫) ও পার্শবর্তী লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকায় নিজ বাসা থেকে সাথী খাতুন (৩৫) নামে অপর আসামীকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানা পুলিশ।

আটককৃত হলেন, সুমন আলী ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর বস্তিপাড়া এলাকার শাহাবুদ্দিন আলীর ছেলে ও সাথী খাতুন পার্শবর্তী লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকার  নুরুল ইসলামের স্ত্রী।

আটকের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী তিনি জানান, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থান থেকে প্রথমে আসামী সুমন কে ২০০ পিস ইয়াবা সহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে পার্শ্ববর্তী লালপুর উপজেলা শ্রীরামগাড়ি এলাকায় সাথী খাতুনের বসতবাড়িতে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর নেতৃত্বে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান বসির, এএসআই সবুজ আলী সহ অন্যান্য পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.