নিখোঁজের ৩দিন পর নওগাঁর বদলগাছীতে দেউলিয়া গ্রামের বাঁশঝাড় থেকে নিখোঁজ কবিরাজ শারিকুল (৫০) এর অর্ধগলিত মৃতদেহ স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় উদ্ধার করেছে বদলগাছী থানা পুলিশ।
খবর পেয়ে নিহত কবিরাজ শারিকুলের স্ত্রী জোসনা বেওয়া ও তার মেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের উপস্থিতিতে লাশটি সনাক্ত করেন।
৩০শে জুলাই বিকেল ৩টায় বদলগাছীর আধাইপুর ইউপির দেউলিয়া গ্রামে কার্তিকাহার রাস্তার পার্শ্বে আমন ধানের জমি তৈরি করার সময় পলাশ মাষ্টারের বাঁশঝাড়ে অর্ধগলিত মৃতদেহটি দেখতে পায় স্থানীয় গ্রামবাসী।
নিহত কবিরাজ শারিকুল(৫০) বদলগাছীর সদর ইউপির কাদিবাড়ি(খুলুপাড়া) গ্রামের মৃত তহির উদ্দিনের ছেলে। শারিকুল পেশায় কবিরাজি করতো বলে জানা গেছে।
থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় , গতকাল ৩০শে জুলাই মঙ্গলবার বিকেল ৩টার দিকে বদলগাছীর আধাইপুর ইউপির দেউলিয়া গ্রামে কার্তিকাহার রাস্তার পার্শ্বে আমন ধানের জমি তৈরি করার সময় পলাশ মাষ্টারের ইউকালেটার গাছের বাগান ও বাঁশঝাড়ের মাঝে স্থানীয় গ্রামবাসী অর্ধগলিত একটি মৃতদেহ দেখতে পায়। বিষয়টি সাথে সাথে বদলগাছী থানা পুলিশকে জানালে থানা পুলিশের এস আই মানিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। লাশের খবর পেয়ে নিহতের স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলে আসে এবং লাশটি কবিরাজ শারিকুলের তা সনাক্ত করে।
পরে মহাদেবপুর বদলগাছীর সার্কেল এ এস পি জয়ব্রত পাল, বদলগাছী থানা অফিসার ইনচার্জ মাহববুর রহমান,ওসি(তদন্ত)মাহবুব আলম ঘটনাস্থল পরিদর্শনে আসেন। লাশের সুরুতহাল রিপোর্ট করে সন্ধ্যায় লাশ ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসা হয়।
নিহতের স্ত্রী জোসনা বেওয়া জানান, আমার স্বামী কবিরাজ শারিকুল(৫০) পরিবার নিয়ে বদলগাছী খাদ্যগুদামের পাশে একটি বাড়িতে রুম ভাড়া নিয়ে বসবাস করতো। এরমাঝে কয়েক মাসের বাসাভাড়া বাঁকী হয়ে পড়ে। গত ২৬শে জুলাই বাড়ি মালিককে বাসাভাড়া দিতে বলে এবং না পাড়লে বাসা ছেড়ে দিতে বলে। ২৭শে জুলাই শুক্রবার বাসাভাড়ার টাকা জোগাড় করতে না পাড়লে বিকেলে পরিবারের সাথে মনোমালিন্য করে বাসা থেকে বের হয়ে চলে যায়, ঐ দিন রাত আনুঃ ১২টা থেকে ১টার মধ্যে আমার স্বামী শারিকুল মোবাইলে ফোন করে আমার ছোট মেয়ে ধরলে বলে যে, আমি ঘাসমারা বিষ খেয়েছি এবং দেউলিয়া গ্রামের মেহগুনী বাগানে থেকে আমার লাশ যেন নিয়ে আসে। পরদিন ২৮শে জুলাই সকাল থেকে সন্ধা পর্যন্ত আমার মেয়ে ও আমি দেউলিয়ার বিভিন্ন জঙ্গলে খোঁজ করি এবং কোথাও লাশ না পেলে শনিবার ২৮শে জুলাই রাত ১১টায় বদলগাছী থানায় বিষয়টি লিখিত ভাবে জানাই।
এ ব্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান বলেন, নিহতের স্ত্রী জোসনা তার স্বামী বিষ খেয়ে মৃত্যুর ব্যপারে থানায় একটি অভিযোগ করেছিলো। থানা পুলিশ মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছিলো।
গত ৩০শে জুলাই মঙ্গলবার বিকেলে দেউলিয়া গ্রামের লোকজন ধান লাগানোর জন্য জমিচাষ করতে গিয়ে পলাশ মাষ্টারের বাঁশঝাড়ের পাশে অর্ধগলিত মৃতদেহটি দেখতে পায়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh