× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

৩১ জুলাই ২০২৪, ১৩:০৯ পিএম

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে র‍্যালী, পোণা অবমুক্তকরণ আলোচনা সভা, ও পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) সকাল ১১ উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরুস্কার বিতরণ, আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্টমন্ত্রনালয় বিষয়ক সংসদী স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, সিনিয়র সভাপতি ও পৌর আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা সহ আরো অনেকে।

শেষে উপজেলার ৫ জন সফল মৎস্য চাষীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.