ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা নির্বাহী অফিসার নিবেদীতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহি উদ্দিন হায়দার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম, কৃষি অফিসার মহিউদ্দিন মজুমদার, থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মো. ইয়াসীন সুমন,সাবেক সভাপতি মো : ইমাম হাছান কচি,
সাধারন সম্পাদক ইয়াছিন রনি।
সভায় উপস্থিত ছিলেন, সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবী, পূর্বচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রায়হান, মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ও জায়লস্কর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।