ভরবো মাছে মোদের দেশ 'গড়বো স্মার্ট বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে জোতপাড়া বাজার পুকুরে ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৩১জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.তাজ উদ্দিন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈকত মেহেদী সেতু, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার জোতপাড়া বাজার সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
পরে উপজেলা পরিষদ কাঁঠাল বাগানে চত্তরে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন, র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান আব্দুল কাহ্হার ছিদ্দিকী, চৌহালী থানা'র (ওসি) শ্যামল কুমার দত্ত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিফাত, নৌ ফাঁড়ি অফিসার ইনচার্জ মো. সামচুল আলম, মৎস্য অফিসের সিনিয়র ক্ষেত্র সহকারী শফিকুল ইসলামসহপ্রমুখ।
আলোচনা সভা শেষে ১৪৬ জন জেলেকে স্মার্ট জেলে কার্ড বিতরণ করা হয় ও তিনজন সফল জেলেকে পুরস্কার দেওয়া হয়।