× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও চেক বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

৩১ জুলাই ২০২৪, ১৭:৩৭ পিএম । আপডেটঃ ৩১ জুলাই ২০২৪, ১৭:৪২ পিএম

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ ভাতা এবং ঋণের চেক বিতরণ করা হয়েছে। 

বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রসাশনের সহযোগীতায় “ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এমপি।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এমপি উপজেলা পরিষদের সরকারী পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। পরে তিনি সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ১৮ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষনার্থীদের মধ্যে ২০ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১০ লাখ ঋণ এবং ২৫০ জন প্রশিক্ষনার্থীর মাঝে প্রায় ২৬ লাখ টাকা প্রশিক্ষণ ভাতার চেক প্রদান করেন।

 উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সামা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, পৌর মেয়র এস এম রবীন হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক প্রধান ও জুয়েনা আহম্মেদ। 

বিকেলে স্থাণীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, গাজীপুর এর তত্ত্বাবধানে গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে উপজেলার বক্তারপুর ইউনিয়নের জামালপুর জিসি-ফুলদী বাজার রাস্তার ৭৬০০ মিটার পূর্নবাসন কাজের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিয়া, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, বাহাদুরশাদী ইউপি চেয়ারম্যান শাহাবউদ্দিন আহমেদ, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, জামালপুর ইউপি চেয়ারম্যান খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর এ ইলাহী, ওসি মো. মাহাতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম ভূইয়া, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান ফারুক মাষ্টারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.