× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন এমপি ডাঃ মোঃ তৌহিদ্দুজামান তুহিন

ঝিকরগাছা (যশোর )প্রতিনিধি

৩১ জুলাই ২০২৪, ১৯:০৬ পিএম

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নের ধারাকে বজায় রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রীর জন্য দেশের মানুষ আজ ডিজিটাল প্লাটফরমে আসতে সক্ষম হয়েছে আর দেশের উন্নয়নের ধারাকে ধরে রাখতে হলে বার বার দরকার শেখ হাসিনা সরকার।    

বুধবার (৩১ জুলাই) সকাল ১০টার সময় উপজেলা পরিষদের র‌্যালী, পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্সে রুমে আলোচনা সভা ও তিনজন সফল মৎস্য চাষীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মাসুমা আক্তার,

বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.