× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারত পালানোর সময় বরিশাল আ'লীগ নেতা আটক

শাকিল খান, বরিশাল প্রতিনিধি। 

০৮ আগস্ট ২০২৪, ১৯:৪৭ পিএম । আপডেটঃ ০৮ আগস্ট ২০২৪, ১৯:৫২ পিএম

ছবিঃ শাকিল

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার যাওয়ার সময় বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেন টুটুলকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁকে আটক করে বিজিবি।


নীরব হোসেনের বাড়ি বরিশাল নগরের নাজির মহল্লায়। তাঁর বাবার নাম হারুন অর রশিদ।


বিজিবির ৩৩ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, তাঁদের কাছে গোপন সংবাদ ছিল, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এমন মানুষ ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন। এর ভিত্তিতে সীমান্তের তল্লাশি চৌকিতে বিশেষ নজর রাখা হয়। সকাল ১০টার দিকে নীরব হোসেন ইমিগ্রেশন পার হয়ে ভারতে যাচ্ছিলেন। সেখান থেকে তাঁকে আটক করা হয়।


খোঁজখবর নিয়ে জানা গেছে, তিনি বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী নেতা।


২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দলের নেতাদের ছত্রচ্ছায়ায় নীরব হোসেনের উত্থান। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বরিশাল নগরের সাবেক মেয়র শওকত হোসেনের (হিরণ) সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। ২০১৮ সালে সাদিক আবদুল্লাহ মেয়র নির্বাচিত হলে তাঁর সঙ্গেও সম্পর্ক তৈরি করে  বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র, বিভিন্ন ঘাট ও কাঁচা বাজার নিয়ন্ত্রণে নেন টুটুল


তাঁর সহযোগীদের পুলিশ আটকের পর তার নেতৃত্বে  বিমানবন্দর ও কাউনিয়া থানায় হামলা চালিয়ে তাঁদের ছাড়িয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.