চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আনসার ও ভিডিপি তাদের দায়িত্ব পালনের সময় চোরাকারবারিকে ধাওয়া করে উদ্ধার করলো বিপুল পরিমাণ মাদকদ্রব্য , ভারতীয় রুপি, টাকা ও মোবাইল ফোন।
আজ (১০আগস্ট)দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলামের নির্দেশনায় ও সার্কেল অ্যাডজুট্যান্ট সেলিম রেজার নেতৃত্বে এবং (এফ,এস)'র সমন্বয়ে একটি টিম রাত ১ টার দিকে জেলা প্রশাসকের সামনে কয়েকজন দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে ব্যাগের ভিতরে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ১ কেজি ৩ শত গ্রাম হেরোইন, ১০ হাজার পিস ইয়াবা, ৩৭ টি মোবাইল ফোন, ৫ শত ভারতীয় রুপি, বাংলাদেশী ৫ শত টাকার ৪০ টি নোট উদ্ধার করে শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্প, ৯ বীর বগুড়া সেনানিবাসের হস্থান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন (সিও) লেঃ কর্নেল জনাব-শান্তনু রাজ চৌধুরী, আনসার ও ভিডিপির উপ-পরিচালক ও জেলা কমান্ডেন্ট শরিফুল ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট সেলিম রেজা,এফ, এস এর সদস্য মাসুদ রানা,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাজিনুর ইসলাম সহ আনসার ও ভিডিপি সদস্যরা।