× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওজনে কম দেয়ার অভিযোগে পাম্প বন্ধ করেছে শিক্ষার্থীরা

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি।

১০ আগস্ট ২০২৪, ১৯:১৬ পিএম

ছবিঃ ইন্টারনেট

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাহা ফিলিং ষ্টেশনে পেট্রোল,অকটেন ও ডিজেল ক্রেতাকে ওজনে কম দেয়ার অভিযোগে বন্ধ করে দিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার জয়মনিরহাটের পাশে মেসার্স সাহা ফিলিং স্টেশন এ অভিযোগে সাহা ফিলিং স্টেশন বন্ধ করে দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়,শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন মোটরসাইকেল আরোহী সাহা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে ফেরার পথে শিক্ষার্থীদের সন্দেহ হয়। তারা ২.২৫ লিটারের একটি বোতলে তেল ঢেলে ১৩.৫৬ টাকার তেল কম দেখতে পায়। পরে তাৎক্ষণিক তেল কম দেয়ার বিষয়টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের জানায় মোটর সাইকেল আরোহীগণ।

এরপর শিক্ষার্থীরা দ্রুত ফিলিং স্টেশনে গিয়ে এর সত্যতা পেলে মেসার্স সাহা ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ করে দেয়।

মেসার্স সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী এ ব্যাপারে বলেন, তেল শেষ হয়ে আসলে তেলের লেভেল নিচে নেমে আসে এবং মাপের কিছুটা কম বেশি ঘটে। তাই এমনটি হয়েছে। এটা অনিচ্ছাকৃত এবং যান্ত্রিক ক্রুটি। কিন্তু শিক্ষার্থীরা সমস্যার কথা না শুনেই পেট্রোল পাম্প বন্ধ করে দেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.