ছবিঃ মো: ছায়েদ হোসেন
গত (৫ আগষ্ট) দূবৃত্তদের হামলা ও আগুনে বিধ্বস্ত রামগঞ্জ থানা পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ পিপিএম। আজ শনিবার (১০ আগষ্ট) বেলা ১২টায় রামগঞ্জ থানা, পুলিশ কোয়ার্টার, বাসভবন পরিদর্শন করেন তারা। এসময় উপজেলা বিএনপি ও জামায়াত নেতাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
অস্ত্র, গুলি ও সারঞ্জামের মধ্যে রয়েছে একটি ৭.৬২ মি. মি. রাইফেল, দুটি পিস্তল, একটি ডামি পিস্তল, তিনটি শর্টগান, দুটি হাতকড়া, ৫৬ রাউন্ড পিস্তলের গুলি, ৪৫ রাউন্ড রাবার কার্তুজ, ৩৯ রাউন্ড সিসা কার্তুজ, দুটি ওয়ারলেস, চারটি ল্যাপটপ, বন্দুকের মাথা দুটি, মোবাইল ফোনসেট ৪টি ও ইউপিএস একটি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা রামগঞ্জ থানায় অগ্নিসংযোগ করে এবং অস্ত্র-গুলি লুট করে। থানার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের উপর হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে পুলিশ সদস্যরা নিরাপদ আশ্রয়ে চলে যায়।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার থানা থেকে লুন্ঠিত অস্ত্র, গুলি ও পুলিশের কাজে ব্যবহৃত জিনিসপত্র দ্রুত ফিরিয়ে দেয়ার জন্য উপস্থিত বিভিন্ন দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে জানান, আজ থেকে রামগঞ্জ থানা পুলিশের কার্যক্রম আবার শুরু হয়েছে। এ সম্পদ জনগনের। জনগনের জানমালের নিরাপত্তা রক্ষায় জেলা প্রশাসন ও পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। আমরা চাই এ দেশের মানুষ ভালো থাকুক-সুস্থ্য থাকুক-শান্তিতে থাকুক। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল ইমরান জানান, লুণ্ঠিত অস্ত্র ফেরত দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হয়। এরপর কিছু কিছু অস্ত্র ফেরত আসতে শুরু করে। থানার পুকুরেও অস্ত্র পাওয়া যায়। এছাড়াও ভিডিপি সদস্যদের তথ্যের ভিত্তিতে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এদিকে শনিবার দুপুরে পুড়ে যাওয়া থানা পরিদর্শন করেন, সেনাবাহিনীর
ব্রিগেডিয়ার জেনারেল শামছুল আরেফিন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. হাসান মোস্তফা স্বপন, ১৮ আনসার ব্যাটেলিয়ানের পরিচালক রোকসানা বেগম (বিভিএমএস), রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমানসহ ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাসহ পুলিশ, সেনা ও আনসার-ভিডিপির উর্ধ্বতন কর্মকতারা। এ সময় পুলিশ সুপার তারেক বিন রশিদ সাংবাদিকদের বলেন, ৫ আগস্ট যে
অনাকাঙ্গিক্ষত ঘটনা ঘটেছে, সে সময় আমাদের কিছু অস্ত্র হারানো গেছে। আমি সাবইকে অনুরোধ করবো সে অস্ত্রগুলো দ্রুত থানায় জমা দিতে। আনসার ও সেনাবাহিনী অস্ত্রগুলো সংগ্রহ করছে।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, রামগঞ্জ থানা এলাকার বাসিন্দারা ভাল থাকুক। সে জন্য আজকে থেকেই আমরা থানার কার্যক্রম শুরু করে দিলাম। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের সহযোগীতা কামনা করছি। এসময় আরো উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বিএনপি দলীয় সাবেক সাংসদ নাজিম উদ্দিন আহম্মেদ, জোটের সিনিয়র নেতা শাহাদাত হোসেন সেলিম, বিএনপি নেতা হারুন অর রশিদ, বিএনপি নেতা শাহাবুদ্দিন তুর্কী, ভিপি মাহাবুবুর রহমান বাহার, ভিপি আবদুর রহিম, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, লায়ন নুরুল আমিন বাচ্চু, জেলা জামায়াত নেতা মাষ্টার আবুল হোসেন, উপজেলা জামায়াত নেতা মাওলানা দেওয়ান মোঃ ইউসুফ, জামায়াত নেতা আমিনুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান, পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসানুল বান্না, মাষ্টার এমরান হোসেন প্রমূখ ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh