× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে ছাত্র আন্দোলকারীদের হাতের ছোঁয়ায় ফুটেছে দেয়াল

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম প্রতিনিধি।

১০ আগস্ট ২০২৪, ২০:০০ পিএম

ছবিঃ সাইফুর রহমান শামীম

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলেছে স্বাধীন বাংলার ছবি সহ বিভিন্ন শ্লোগান। পারিপার্শিক পরিবেশ রাঙ্গিয়ে দিতে তাদের এই প্রয়াস।

শনিবার (১০ আগষ্ট) দুপুরে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও সরকারি বালিকা বিদ্যালয়ের বাউন্ডারি দেয়ালে প্রায় শতাধিক বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রীরা বাংলাদেশের মানচিত্র, আন্দোলন সংগ্রামের এবং প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকাসহ বিভিন্ন শ্লোগান লিখছেন।

এতে স্কুল কলেজের শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। এ দৃশ্য দেখতে ভির করে নানা বয়সি মানুষ।

অন্যতম সমন্বয়ক অনিরুদ্ধ প্রণয় প্রন্তিক বলেন, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, পরিস্কার পরিচ্ছন্তা কার্য়ক্রম, বাজার মনিটরিং, সংখ্যালঘুদের পাশে দাড়ানো থেকে শুরু করে প্রকৃতি পরিবেশও জনবান্ধব এবং শিক্ষনিয় ভাবে গড়ে তুলতে নেয়া হয়েছে এসব কর্মসুচি। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর সমন্বয়কারী রিদওয়ান ইসলাম পর্বন বলেন, আমরা কোটা সংস্কার আন্দোলন দিয়ে মাঠে নেমেছিলাম। এক পর্য়ায়ে তা সরকার পতনের আন্দোলনে রুপ নেয়। স্বাধীনতা এসেছে। এখন আমেদের কাজ রাস্ট্রকে সংস্কার করতে হবে। সে আন্দোলন চলমান। সমাজকে বদলে দিতে, শৃঙ্ঘলা ফেরাতে, জনগনের রাস্ট্র প্রতিষ্ঠায় আমেদের কার্য়ক্রম চলমান থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.