সেবার ব্রত নিয়ে মাদারীপুরে উদ্বোধন করা হয়েছে মাদারীপুর হেলথ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। শনিবার (১০ আগষ্ট) বিকেলে শহরের লেকেরপাড় পুরাতন জেলখানার কোনা হাসপাতাল ভবনে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।
এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো: সৌরভ হোসেন আরিফ বলেন, আমাদের উদ্দেশ্য একটাই সেবা দেওয়া, ব্যবসায়িক কোন চিন্তা ভাবনা নেই। মাদারীপুর তথা বাংলাদেশে যত হাসপাতাল আছে আমরা তাদের সাথে তাল মিলিয়ে চলতে চাই। গরীব ও অসহায় রোগীদের পাশে আমরা দাঁড়াতে চাই। তিনি আরো বলেন, উদ্বোধন উপলক্ষে আমারা মাসব্যাপী রোগীদের ফ্রি প্রেসক্রিপশন ও সকল পরীক্ষা নিরীক্ষায় ৩০ ভাগ ছাড়ের ব্যবস্থা করেছি।
অত্র প্রতিষ্ঠানের পরিচারক মো: রিপন খান বলেন, আমরা চেষ্টা করবো মাদারীপুর যে সেবা আছে তার চেয়ে আরো উন্নত সেবা দিতে। আমাদের এখানে মেশিনগুলো অত্যাধুনিক মেশিন। আমরা ঢাকার সাথে তুলনা করে সেবা দিবো ইনশাল্লাহ। আরো সেবা দিতে এবং ভালো ডাক্তার আনবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ফয়সাল আহমেদ মৃধা, রিপন আহমেদ, আরিফুল ইসলাম নাঈম, সজিব হোসেন ও ফরিদ হোসেন, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে স্থানীয় মসজিদের পেশ ইমাম ব্যবসায়িক সফলতা ও সমৃদ্ধির উদ্দেশ্যে দোয়া মোনাজাত করেন।