× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সন্ত্রাসীদের ১১টি মোটরসাইকেল জব্দ করেছে সেনাবাহিনী

আতিকুল হক লিটন, নাটোর প্রতিনিধি।

১২ আগস্ট ২০২৪, ১৬:০২ পিএম

১১টি মোটরসাইকেল জব্দ করেছে সেনাবাহিনী। ছবিঃ আতিকুল হক লিটন

নাটোরের নলডাঙ্গায় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ১১টি মোটরসাইকেল ফেলে পালিয়েছে সন্ত্রাসীরা। পরে মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়। গতকাল (১১ আগষ্ট) দুপুরে উপজেলার পচারমোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার ওসি মোহা.মনোয়ারুজ্জামান জানান, রবিবার দুপুরের দিকে ২০ থেকে ২২জনের একটি দল পচারমোড় এলাকায় গ্রামবাসীর উপর আক্রমণের চেষ্টা চালায়। এসময় এলাকাবাসীরা সেনাবাহিনীর টহলদলকে বিষয়টি জানায়। দ্রুত সেনাবাহিনী সেখানে উপস্থিত হলে সশস্ত্র দলটি ১১টি মোটর সাইকেল রেখে পালিয়ে যায়।

এসময় সন্ত্রাসীদের রেখে যাওয়া মোটরসাইকেলগুলো উদ্ধার করে থানায় হস্তান্তর  করে সেনাবাহিনীর সদস্যরা। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান, মোটরসাইকেল মালিকদের চিহ্নিত করতে কাজ করছে সেনাবাহিনী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.