× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় চুকনগরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

শেখ এনামুল বাসার টিটো, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি।

১২ আগস্ট ২০২৪, ১৮:২৩ পিএম

ছবিঃ শেখ এনামুল বাসার টিটো

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় চুকনগরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চুকনগর বাসস্ট্যান্ড চত্বরে ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপি আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।

প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াত ইসলামির সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এম এম আমিনুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াত নেতা মুন্সি মঈনুল ইসলাম, উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইন, উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক সরদার আব্দুল মালেক, এড. ইউসুফ মোল্যা, জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক শেখ হাফিজুর রহমান, শেখ সরোয়ার হোসেন, আব্দুস সালাম মহলদার, বিএম হাবিবুর রহমান হবি, শেখ শাহিনুর রহমান, এফএম রফিকুল ইসলাম, ছাত্র শিবির নেতা সামিউল ইসলাম লিমন, মাওলানা মতিউর রহমান, মঈন উদ্দিন, ব্যবসায়ি কৃষ্ণপদ নন্দী, পন কুমার সাহা, শেখ আবু সাহামা, এড. মোল্যা মুনিমুর রহমান নয়ন, রমেন রায়, শেখ কামাল হোসেন, শেখ মফিজুর রহমান, ছাত্রদল নেতা ইভান গাজী প্রমুখ। বক্তাগণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.