× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রমেক হাসপাতাল

পরিচালক, সহকারী পরিচালককে ওএসডি করে বদলি 

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো 

১২ আগস্ট ২০২৪, ১৮:৩৮ পিএম । আপডেটঃ ১২ আগস্ট ২০২৪, ১৮:৩৮ পিএম

ছবিঃ কামরুল হাসান টিটু

ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রদবদল ও পদত্যাগের হিড়িক পড়েছে। এরই ধারাবাহিকতায় এবার ওএসডি হয়ে বদলি হলেন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ও সহকারী পরিচালক। বিভিন্ন সময়ে নানা আলোচনা সমালোচনার জন্ম দেয়া এই দুই উর্ধ্বতন কর্মকর্তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। দুই কর্মকর্তা হলেন—পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী ও সহকারী পরিচালক প্রশাসন ডা. মো. মজিদুল ইসলাম। একই সঙ্গে এই দুই কর্মকর্তাকে অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’।

এর আগে গত ১০ আগস্ট শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে কথা বলতে রংপুরের পীরগঞ্জে এসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান। ওই সময় অন্তর্বর্তী সরকার প্রধানের  সামনে মেডিকেলের পরিচালক, সহকারী পরিচালকসহ প্রশাসনের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা। এরই প্রেক্ষিতে একদিন পর ওএসডি হলেন রংপুর মেডিকেলের পরিচালক-সহকারী পরিচালক। 

এ বিষয়ে জানতে রমেক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী ও সহকারী পরিচালক ডা. মো. মজিদুল ইসলামের সঙ্গে মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কল রিসিভ করেননি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.