আওয়ামীলীগকে ঘিরে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সোমবার রাতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আজাদ রেস্ট হাউজের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে এম সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে নানা শ্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি এস এম সোমিনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত আওয়ামী লীগকে পুনঃসংগঠিত হওয়ার আহবান জানিয়ে শহীদ ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানি করছেন বলে মন্তব্য করে তার পদত্যাগের দাবি জানান। সেই সাথে শেখ হাসিনার শাস্তির দাবীও জানান তারা।