× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোলায় ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের সনদ দিল পুলিশ

মোঃফাহিম, চরফ্যাসন (ভোলা)প্রতিনিধি।

১৩ আগস্ট ২০২৪, ১৯:৪৮ পিএম

ছবিঃ মোঃফাহিম

ভোলায় ট্রাফিক পুলিশের কর্মবিরতির সময় যেসব শিক্ষার্থীরা সড়কে স্বেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। সেসব শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেছে ভোলা পুলিশ সুপার। এসময় ভোলা সদরের ৮ টি সংগঠনের প্রায় ৩০ জন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকের মাঝে এ সদন বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৩ আগষ্ট) সকালে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।
পুলিশ সুপার বলেন, গত এক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা ভোলা জেলায় যানজট নিরসনে ট্রাফিকের কাজ করে শহরের শৃঙ্খলা রক্ষায় অভূতপূর্ণ ভূমিকা রেখেছে। যাঁরা এই কাজে অংশগ্রহণ করেছে। তাদেরকে সনদ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে তালিকা করে অন্যদেরকেও দেয়া হবে। কেউ বাদ যাবে না। এটি একটি মহৎকর্ম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.