রামপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ই আগস্ট) সকাল ১০টায় রামপাল উপজেলার ঝনঝনিয়া চেয়ারম্যান মোড়ে এলাকাবাসীর আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রী, পুলিশ, সাধারণ মানুষ আহত ও নিহত হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। নিহত সকল পরিবারকে সরকারিভাবে অনুদানের ব্যাবস্থা করা সহ তাদের পরিবারের পাশে সবাইকে দাড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়।
এ সময় বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি আবুল কালাম আজাদ, মো. দেলোয়ার হোসেন, আব্দুল কাদের শেখ, রুহুল আমিন শেখ, মো. কালাম হোসেন, শেখ আহমদ আলি, এসকেনদার আলি, সাগর আহম্মেদ, শরিফুল ইসলাম, আ. হান্নান শেখ, সাইফ উদ্দিন প্রমুখ।