কুমিল্লায় চান্দিনায় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের রূহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ-মাহফিল, দোয়া ও মুনাজাত হয়। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে ওই দোয়ানুষ্ঠান হয়। এতে কলেজ অধ্যক্ষ মো. আবু তাহের এর সভাপতিত্বে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভুঁইয়া, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম।
কলেজের অধ্যাপক মাহবুব এলাহির সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন, মো. সালাহউদ্দিন, মো. ইকবাল হোসেন, নার্গিস আকতার, তাজুল ইসলাম, নিজাম উদ্দিন, এলডিপি নেতা আহম্মেদ মুহুরী, মুশু মিয়া মেম্বার, মো. শাহজাহান, যুবদল নেতা বোরহান উদ্দিন, ছাত্রদল নেতা সিদরাতুল ইসলাম প্রমুখ। মিলাদ-মাহফিল, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মহিচাইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নূরুল ইসলাম।