নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির (৪০) নামে স্থানীয় এক সাংবাদিককে গুলি করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করায় বিচার দাবী করে আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে মানববন্ধন করেছে নরসিংদীর সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। মনিরুজ্জামানের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক বিচারের দাবী জানান মানববন্ধনের বক্তারা। নরসিংদী জেলার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা উপজেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ প্রকাশের জের হিসাবে গতকাল মঙ্গলবার রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়ার হত্যা মামলার প্রধান আসামী আবিদ হাসান রুবেল ও তার ছোট ভাই টুটুল সহ প্রায় ১০ জনের একটি দল হামলা করে। এসময় সাংবাদিক মনির আত্মরক্ষায় একটি দোকানে ঢুকে গেলে সেখান থেকে বের করে বাইরে এনে হাতুরি দিয়ে পিটিয়ে ও গুলি করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে হাসপাতালের চিকিৎসক। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় ঢাকায় চিকিৎসাধিন রয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ড. বদিউল আলম এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।