১৫ আগষ্টকে কেন্দ্র করে দিনভর রাজপথে নেতাকর্মীদের শক্ত অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমনা। বুধবার (১৪ আগষ্ট) বিকালে শহরের পৌর মুক্ত মঞ্চে জেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথির দেয়া বক্তব্যে নাসের রহমান এ নির্দেশনা দেন।
তিনি বলেন, বৃহস্পতিবার শহরের প্রতিটি সড়কে আমাদের শক্ত অবস্থান নিতে হবে। যাতে কোন অবস্থায় আওয়ামীলীগ সড়কে না দাঁড়াতে পারে।
ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া (সদ্য সাবেক প্রধানমন্ত্রী) শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত এ অবস্থান কর্মসুচির আয়োজন করে মৌলভীবাজার জেলা বিএনপি।
ওই কর্মসুচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশাররফ, সহ-সভাপতি হেলু মিয়া ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফিরুন সহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
অবস্থা কর্মসূচিতে নাসের রহমান বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামীলীগ দলীয় জনপ্রতিনিধিদের উপস্থিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নেতাকর্মীদের বলেন, আপনারা কী এদের অত্যাচার ভুলে গেছেন? এসময় তিনি দলের কোন নেতা এদের পক্ষে কাজ করছেন তা খুঁজে বের করতেও নেতাদের নির্দেশ দেন।
এদিকে অবস্থান কর্মসুচি শেষে সন্ধ্যার কিছু আগে নাসের রহমান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের চৌমুহনা হয়ে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়।