× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তল ও শটগান উদ্ধার

এমদাদুল হক মিলন, মাদারীপুর প্রতিনিধি।

১৪ আগস্ট ২০২৪, ২০:৩৮ পিএম

ছবিঃ এমদাদুল হক মিলন

পরিত্যক্ত অবস্থায় সড়ক থেকে গুলিসহ পিস্তল ও শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বুধবার (১৪ আগস্ট) সকালে শহরের শহিদ মহসিন সড়ক থেকে এগুলো উদ্ধার করা হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয়রা সড়কে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখতে পান। বিষয়টি সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে দেখেন। বস্তার ভেতর ১৮ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিনসহ একটি পিস্তল ও ৭ রাউন্ড কাতুর্জসহ একটি শটগান উদ্ধার করা হয়।


মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএস সালাউদ্দিন জানান, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে এর মালিককে খুঁজে পাওয়া যায়নি। এগুলো কীভাবে সড়কে এলো সে বিষয়ে তদন্ত চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.