× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে বন্যায় কৃষিতে ক্ষতি ৪২২ কোটি টাকা

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি।

১৪ আগস্ট ২০২৪, ২১:০৫ পিএম । আপডেটঃ ১৪ আগস্ট ২০২৪, ২১:০৬ পিএম

ছবিঃ মাহমুদ খান

সিলেটে পরপর তৃতীয় দফা বন্যায় কৃষিতে ক্ষতি হয়েছে ৪২২ কোটি টাকা। এতে বিপর্যস্থ হয়ে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা। সরকারিভাবে আর্থিক প্রণোদনা না পেলে অনেকে কৃষি কাজ বাদ দেওয়ার ধারণা করছেন সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি মৌসুমে ২৭ মে থেকে সিলেটের কৃষকদের তৃতীয় দফা বন্যার মুখোমুখি হতে হয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্ষতি হয়ে কৃষকের খেত, এতে ১ লাখ ৭০ হাজার ২৭২ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বেশি ক্ষতি হয়েছে আউশ ধানের ও বোনো আমনের। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারিভাবে প্রণোদনার বিকল্প নেই বলে জানিয়েছেন কৃষকরা। অনেকে ক্ষুদ্র ঋণ নিয়ে কৃষি কাজ করলেও ফসল উৎপাদনের আগেই তা নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এদিকে ক্ষতি কাটিয়ে উঠতে বেশিরভাগ কৃষন আমন ধান রুপনে ব্যস্ত সময় পার করছেন। এবার জেলায় আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩১০ মেট্রিক টন। 

জেলার গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওয়ার এলাকার বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, দফায় দফায় বন্যায় জমির ফসলের অনেক ক্ষতি হয়েছে। ঋণ নিয়ে জমিতে আউশ ধান রোপণ করেছিলাম কিন্তু বন্যার পানিতে সেই ধান নিমজ্জিত হয়ে নষ্ট হয়ে যায়। নিজের শ্রম গেলো সাথে ঋণের টাকাও জলে গেলো। এখন ঋণের টাকা কোথায় থেকে দিব। আবার এখন আমন ধান কীভাবে জমিতে লাগবো সেই চিন্তায় রয়েছি। আমার একমাত্র উপার্জনের মাধ্যম এই কৃষিকাজ, এখান থেকে আমাদের পরিবারের সারা বছরের অন্ন জোগান দেয় কিন্তু এই বন্যায় আমাদের সর্বস্ব বিলীন হয়ে যাচ্ছে। বার বার ক্ষেতের জন্য টাকা কোথায় পাব, তারপরও আড়ৎদারের কাছ থেকে আরও টাকা নিয়েছি। জমিতে আমন ধান লাগবো। আবারও যদি বন্যা দেখা দেয় তাহলে আমাদের আর কোন অস্তিত থাকবে না।

একই এলাকার ছামির আহমেদ নামে আরেক কৃষক বলেন, আউশ ধান, আমন বীজতলা, সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠার জন্য সরকারি প্রণোদনার বিকল্প নেই। আমার ৬০ শতক জমি চাষ করতে গিয়ে দশ হাজার টাকার ওপর চলে গিয়েছি। সেগুলোতো বন্যার কারণে জলেই গেলো। এখন আবার আমন চাষ করতে গেলেও টাকার প্রয়োজন হবে।  তারমধ্যে ধান উৎপাদনের পর আমরা ন্যায্য মূল্য পাই না। সরকার ও সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে। আমার মতো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা প্রয়োজন। আমাদের এই খাতকে উন্নত করতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় নিমজ্জিত ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার আউজ বীজতলা, আউশ ধান, গ্রীস্মকালীন সবজি, বোনা আমন, আমন বীজতলার ক্ষতি হয়েছে। বিরাজমান ফসলের মধ্যে ছিল আমন বীজতলা ২ হাজার ২৮৬ হেক্টর জমিতে এরমধ্যে ১ হাজার ৯৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আউশ ধান আবাদ করা হয়েছিল ১৫ হাজার ৩৪৬ হেক্টর জমিতে এরমধ্যে ১২ হাজার ২১৩ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রীস্মকালীন সবজি ৯ হাজার ৯৮৫ হেক্টর জমিতে আবাদ করা হলেও ক্ষতি হয়েছে ৮ হাজার ৫৪২ হেক্টর জমির। বোনা আমন ১৬৭ হেক্টর জমিতে আবাদ করা হলেও ১৪৭ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। আমন বীজতলা ৭১৫ হেক্টর জমিতে ছিল সেখানে ৭৪ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে উৎপাদনে ক্ষতির পরিমাণ দাড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৮১ দশমিক ৯৬ মেট্রিক টন। এতে ৪২২ কোটি ২৯ লাখ ৯৩ হাজার টাকার ক্ষতি হয়েছে। সবমিলিয়ে ১ লাখ ৭০ হাজার ২৭২ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৩য় দফা বন্যার কারণে আউশে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।
তিনি বলেন, রোপা আমনে প্রণোদনা দেওয়া হয়েছে। সরকারিভাবে আরও বরাদ্দ আসলে সেগুলোও তাদের মধ্যে দেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.