× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবীনগর

সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ 

শেখ মিহাদ, (ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর প্রতিনিধি।

১৭ আগস্ট ২০২৪, ১৫:৫৪ পিএম । আপডেটঃ ১৭ আগস্ট ২০২৪, ১৫:৫৫ পিএম

ছবিঃ শেখ মিহাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা উত্তর ইউনিয়নের নারুই গ্রামের আওয়ামী নেতা ও সাবেক ইউপি মেম্বার মোঃ অলি মুন্সির বিরুদ্ধে বোনদের সম্পত্তি আত্মসাৎ করে দখলের অভিযোগ পাওয়া গেছে । এতে  ভুক্তভোগী বোনরা তাদের সম্পত্তি ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, অলি মুন্সিরা ৪ ভাই ও ৪ বোন। অলি মুন্সি ভাই-বোনদের মধ্যে মেজো। পিতা লালু মুন্সির মৃত্যুর পর ৪ বোনের মধ্যে জীবিত ৩ বোনের সম্পত্তি একাই আত্মসাৎ করেছেন অলি মুন্সি।  

অলি মুন্সির ছোট বোন নয়নতারা বলেন, আমি স্বামী-সংসার নিয়ে খুব অসহায় অবস্থায় আছি। আমার এক মেয়ে ১২ বছর বয়সে অসুস্থ হয়ে টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গেছে।  অলি মুন্সির হাতে পায়ে ধরেও আমি জমি ফেরত পাইনি। টাকাও দেয়নি। 

অলি মুন্সির আরেক বোন মালন বেগমের একমাত্র ছেলে কাসেম মুন্সি বলেন, আমার ৪ মামার মধ্যে ১ মামা আমার মায়ের সম্পত্তি দখল করে রেখেছে। আমার মায়ের হিস্যাও দিতে চাইছে না। কারো কাছে গিয়েও কোন সহযোগিতা পাইনি। 

অলি মুন্সির ছোট ভাই হোসেন মুন্সি বলেন, আমার মেজো ভাই অলি মুন্সি একাই বোনদের নামে থাকা সম্পত্তি দখল করে রেখেছে। আমরাও বললেও তিনি দিতে চান না। তিনি নিজের নামে বোনদের সম্পত্তি করে রেখেছে। 

স্থানিয় ইউপি চেয়ারম্যান আল-ইমরান বলেন, আমি লোকমুখে শুনেছি,  অলি মুন্সি তার বোনদের সম্পত্তি জোর করে দখল করে রেখেছে। আমার কাছে কোন অভিযোগ আসলে ন্যায় বিচার করার চেষ্টা করবো।

এ সময় অলি মুন্সি এলাকায় না থাকায় তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.