শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নালিতাবাড়ীর নয়ানিকান্দা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাইকে থাকা আরও দুজন গুরুতর আহত হয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত ব্যক্তি শেরপুরের চরমঙ্গলদী এলাকার মোয়াজ্জেম হোসেন (২৬) এবং আহত দুজন শামীম ও জাহিদ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,শেরপুর থেকে নালিতাবাড়ীর উদ্দেশ্যে তিন বন্ধু মিলে এক বাইকে করে আসছিলেন। নালিতাবাড়ী নয়ানিকান্দা বাইপাস দিয়ে আসার সময় অপরদিক থেকে আসা একটি ট্রাককে ওভারটেক করে সামনে যেতেই সেই ট্রাকের পিছনে থাকা আরেকটি ট্রাক সামনে চলে আসে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় মোয়াজ্জেম হোসেন ও বাইকের পিছনে থাকা শামীম ও জাহিদ নামের দুজন গুরুতর আহত হন এবং তারা দুজন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনায় ঘাতক ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয় নি। নিহতের স্বজনরা এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।