পর পর তিন দফা বন্যায় সিলেটে পানি বন্দি হয়েছেন কয়েক লাখ মানুষ। বন্যার পানি নেমে যাওয়ার পর স্পষ্ট হয় ক্ষত চিহ্ন। প্রায় সকল খাতেই হয়েছে ক্ষতি। গ্রামীণ রাস্তা-ঘাট থেকে শুরু করে আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন অবকাঠামো সবকিছু যেন ধ্বংস স্তূপ। সব মিলিয়ে ১ হাজার ২৩৬ কোটি ৩০ লাখ ৫২ হাজার ৩৬৫টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বনাথসহ সব উপজেলায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গ্রামাঞ্চলের ১ হাজার ৪৪৯ দশমিক ২৪ কিলো মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে আর শহরাঞ্চলের ৬৮ দশমিক ৬৬ কিলোমিটার । এতে ১ লাখ ৩৯ হাজার ১০৩ জন নারী, ১ লাখ ২০ হাজার ৪৭২ জন পুরুষ ৬০ হাজার শিশু, ২ হাজার ৪১১ জন প্রতিবন্ধী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসময় ৩ জন নারী, ১২ জন পুরুষ, ৪ জন শিশু আহত হয়েছেন। বন্যায় মানুষের ঘর-বাড়ি আসবাবপত্রেরও ক্ষয়ক্ষতি হয়েছে। যা মেরামতের জন্য কয়েক কোটি টাকা খরচ হবে বাসিন্দাদের। বন্যা প্লাবিত এলাকায় গৃহপালিত গরু, মহিষ, হাস ও মুরগি পানিতে ভেসে গিয়ে ও বিভিন্ন কারণে মরে যায়, এতে প্রায় ৪২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এভাবেই প্রতিটি খাতে কয়েক কোটি টাকা করে ক্ষতি হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বলেন, জেলার আউজ বীজতলা, আউশ ধান, গ্রীস্মকালীন সবজি, বোনা আমন, আমন বীজতলার ক্ষতি হয়েছে। বিরাজমান ফসলের মধ্যে ছিল আমন বীজতলা ২ হাজার ২৮৬ হেক্টর জমিতে এরমধ্যে ১ হাজার ৯৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আউশ ধান আবাদ করা হয়েছিল ১৫ হাজার ৩৪৬ হেক্টর জমিতে এরমধ্যে ১২ হাজার ২১৩ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রীস্মকালীন সবজি ৯ হাজার ৯৮৫ হেক্টর জমিতে আবাদ করা হলেও ক্ষতি হয়েছে ৮ হাজার ৫৪২ হেক্টর জমির। বোনা আমন ১৬৭ হেক্টর জমিতে আবাদ করা হলেও ১৪৭ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। আমন বীজতলা ৭১৫ হেক্টর জমিতে ছিল সেখানে ৭৪ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে উৎপাদনে ক্ষতির পরিমাণ দাড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৮১ দশমিক ৯৬ মেট্রিক টন। এতে ৪২২ কোটি ২৯ লাখ ৯৩ হাজার টাকার ক্ষতি হয়েছে। সবমিলিয়ে ১ লাখ ৭০ হাজার ২৭২ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৩য় দফা বন্যার কারণে আউশে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।
জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস বলেন, জেলায় ২৯ লাখ ৭৪ হাজার ৯০০ হেক্টর মাছের ঘেরের ক্ষতি হয়েছে এতে ৪৪ কোটি ৮৫ লাখ ৬৬ হাজার টাকার ক্ষতি হয়েছে। জেলায় ২১ হাজার ১১১টি পুকুর, দিঘি, খামারের ক্ষতি হয়েছে এসবের আয়তন ৩ হাজার ৩৫৯ দশমিক ৭৮ হেক্টর।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, সওজের আওতাধীন প্রায় ৩৯ দশমিক ৯ কিলোমিটার রাস্তার ক্ষতি হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামত কাজের জন্য প্রায় ৩২৩ কোটি টাকা প্রয়োজন হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল বলেন, প্রায় সব খাতেই বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে আনুমানিক মোট ক্ষতি ৯১৩ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৩৬৫ টাকা। আর সড়ক ও জনপথের আনুমানিক ক্ষতি ৩২৩ কোটি ২ লাখ ৮৫ হাজার টাকা। সব মিলিয়ে ১২৩৬ কোটি ৩০ লাখ ৫২ হাজার ৩৬৫ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যে প্রতিবেদন তৈরি করেছি সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের দেওয়া প্রতিবেদন আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করেছি। তাদের নির্দেশনা মোতাবেক পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। তাছাড়া যেসব রাস্তা-ঘাট, অবকাটামো সংস্কার করা জরুরি সেগুলো মেরামত করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল ও সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি। যেন বন্যা পরবর্তী সময়ে তাদের পক্ষ থেকে যতটুকু সংস্কার করা যায় সেটুকু করার জন্য।