× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোটা সংস্কার আন্দোলন

মাদারীপুরে 'শহীদ রোমান বেপারী'র নামে সড়ক নামকরণের উদ্বোধন

মোঃ ইমদাদুল হক মিলন, মাদারীপুর প্রতিনিধি।

১৭ আগস্ট ২০২৪, ১৮:৩০ পিএম

ছবিঃ ইমদাদুল হক মিলন

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে গুলিতে মারা যাওয়া শহীদ রোমান বেপারীর নামে একটি সড়কের নামকরণ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার খাগদী এলাকায় সড়কের নামকরণের উদ্বোধন করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এর পূর্বে সকালে শহীদ রোমানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন ছাত্র-জনতা।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে গিয়ে গত ১৯ জুলাই গুলিতে মারা যায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের সিরাজ বেপারীর ছেলে রোমান বেপারী (২৮)। শনিবার (১৭ আগস্ট) দুপুরে খাগদী বাসস্ট্যান্ড ভদ্রখোলা পর্যন্ত সড়কের নামকরণ করা হয় শহীদ রোমান বেপারী সড়ক। পরে এর উদ্বোধন করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
এ সময় জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোখলেসুর রহমান, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আবুল বাশার, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুর রহমান, গুলিতে নিহত শহীদ রোমান বেপারীর বাবা, একমাত্র কণ্যা সন্তান, স্ত্রীসহ এলাকার সাধারণ মানুষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.