মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে গুলিতে মারা যাওয়া শহীদ রোমান বেপারীর নামে একটি সড়কের নামকরণ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার খাগদী এলাকায় সড়কের নামকরণের উদ্বোধন করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এর পূর্বে সকালে শহীদ রোমানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন ছাত্র-জনতা।
জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে গিয়ে গত ১৯ জুলাই গুলিতে মারা যায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের সিরাজ বেপারীর ছেলে রোমান বেপারী (২৮)। শনিবার (১৭ আগস্ট) দুপুরে খাগদী বাসস্ট্যান্ড ভদ্রখোলা পর্যন্ত সড়কের নামকরণ করা হয় শহীদ রোমান বেপারী সড়ক। পরে এর উদ্বোধন করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।এ সময় জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোখলেসুর রহমান, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আবুল বাশার, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুর রহমান, গুলিতে নিহত শহীদ রোমান বেপারীর বাবা, একমাত্র কণ্যা সন্তান, স্ত্রীসহ এলাকার সাধারণ মানুষ।