× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কোটা আন্দোলন

পুলিশের গুলিতে নিহত রিকশাচালক মনজু, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

১৭ আগস্ট ২০২৪, ১৯:০০ পিএম । আপডেটঃ ১৭ আগস্ট ২০২৪, ১৯:০০ পিএম

ছবিঃ কামরুল হাসান টিটু

'‌স্ত্রীর কাছে স্বামীই সবচেয়ে দামি সম্পদ। আমার সেই সম্পদ আর নেই। পুলিশ আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে। আমাদের বেঁচে থাকার স্বপ্নটুকো কেড়ে নিয়েছে। বাচ্চা দুইটার ভবিষ্যতের কথা ভেবে কত আশা নিয়ে ঢাকায় গিয়েছিলাম। এখন তো আমার আর কিছুই থাকলো না। কে দেখবে আমার অবুঝ বাচ্চাদের ? কার কাছে বিচার চাইব, আমরা তো গরীব মানুষ? আল্লাহর কাছে বিচার চাইছি।' অশ্রুসিক্ত নয়নে কাঁদতে কাঁদতে এভাবেই কথা বলছিলেন স্বামী হারানো রাহিমা বেগম (২৯)।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই ঢাকার বড়বাড়ী জয়বাংলা রোড এলাকায় পুলিশের গুলিতে রিকশাচালক মনজু মিয়ার মৃত্যু হয়। ওই দিন খাবার নেয়ার জন্য বাসার বাহিরে বের হলে হঠাৎ গুলিবিদ্ধ হন তিনি। পুলিশের গুলিতে ঝাঝড়া শরীরে ছটফট করতে করতে লুটিয়ে পড়েন মনজু মিয়া। স্থানীয়দের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনজু মিয়া (৪০) রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের জুয়ানের চর গ্রামের এনছের আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে ঢাকার বড়বাড়ী জয়বাংলা রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ভূমিহীন মনজু মিয়া কষ্টের সংসার গোছাতে দুই বছর আগে স্ত্রী রাহিমা বেগমকে ঢাকায় নিয়ে আসেন। সেখানে তিনি রিকশা চালাতেন, আর তার স্ত্রী স্থানীয় একটি গার্মেন্টস এ চাকুরি করত। তাদের  চার বছরের কন্যা ও দুই বছর বয়সী ছেলে শিশুসন্তান তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর গ্রামে নানার বাড়িতে থাকত।

স্বামীকে হারিয়ে শোকে কাতর রাহিমা বেগম। যখনই মনজু মিয়ার কথা মনে পড়ছে তখনই সন্তানদের বুকে টেনে নিয়ে হু হু করে কাঁদতে থাকেন। ভিটেমাটি না থাকলেও তাদের সংসারে অশান্তি ছিল না। কমতি ছিল না সুখের। অনেক স্বপ্ন নিয়ে গ্রামের মেঠোপথ ছেড়ে একটু ভালো থাকার আশায় স্বামীর হাত ধরে রাজধানীর ইট, কাঠ, পাথ‌রের নগরী‌রে পা বাড়ানো রাহিমা বেগম বলেন, আমার স্বামীর কোন জমিজমা নেই। আমরা দুজন ঢাকায় গিয়েছিলাম কাজ করে গ্রামে কিছু একটা করব। সংসারটা সুন্দর করে সাজাবো। বাচ্চাদের জন্য কিছু একটা করব যাতে ওরা ভালো থাকে। ওদের (সন্তানদের) ভবিষ্যত নিয়ে সবসময় উনি (স্বামী মনজু মিয়া) ভাবতেন। আমাদের সেই আশা আর পূরণ হলো না। এখন স্বামী নেই,থাকার জায়গা নেই ঘর নেই। কোথায় যাবো কি করব কিছু বুঝে উঠতে পারছি না। বর্তমানে আমার বাবার বাড়িতে আছি।

এখন পর্যন্ত কারো কাছ থেকে তেমন কোন সহযোগিতা পাননি দাবি করে রাহিমা বেগম বলেন, আমরা গরীব মানুষ। আমার স্বামী রিকশাচালক ছিলেন। আমাদের মতো গরীবের খবর কেউ রাখে না। আমি বাচ্চা দুটো নিয়ে খুব চিন্তায় আছি। এখন তো বাঁচতে হবে কিছু একটা করতে হবে। সেই আশা কে দিবে, কার কাছ থেকে সহযোগিতা পাবো? আমি আমার স্বামীকে ফিরে পাব না কিন্তু ন্যায় বিচার তো চাওয়ার অধিকার রাখি। সরকারের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই। বাচ্চা দুটোর জন্য সহায়তা চাই।

ঢাকায় গুলিব্দ্ধি হয়ে মৃত্যুর একদিন পর ২১ জুলাই রোববার পীরগাছার ছাওলা ইউনিয়নের জুয়ানের চর গ্রামে মনজু মিয়াকে দাফন করা হয়। উপার্জনক্ষম স্বামী মনজু মিয়াকে হারিয়ে অন্ধকার দেখছেন স্ত্রী রাহিমা বেগম। দুই সন্তানকে নিয়ে অতিকষ্ঠে দিনাদিপাত করতে হচ্ছে তাকে।

নিহত মনজু মিয়ার বাবার এনছের আলী জানান, আমার ছেলে ঢাকায় থাকত। ছাত্রদের আন্দোলন চলাকালে ২০ জুলাই বাসার বাহিরে বের হলে পুলিশের গুলিতে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সন্তানের মৃত দেহ দেখলে কোনো বাবাই ঠিক থাকতে পারে না। আজকে কান্না করা ছাড়া আমার আর কিছুই করার নেই। আমার ছেলে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। আমি সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাই।

রাহিমা বেগমের বাবা তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর গ্রামের স্থায়ী বাসিন্দা আব্দুর রহমান। এমন নিদানকালে তিনিও অসহায় মেয়ের মুখের দিকে তাকিয়ে। এত অল্প বয়সেই স্বামী হারা হতে হবে তার মেয়েকে, এটা মনে হলেই তিনিও কাঁদছেন। আব্দুর রহমান বলেন, আমার জামাই ঢাকায় কাজ করতে গিয়ে পুলিশের গুলিতে লাশ হয়ে বাড়ি ফিরলো। জামাই মনজু মিয়ার কোন বসতভিটা না থাকায় বর্তমানে মেয়ে ও তার দুটি সন্তান আমার বাড়িতে রয়েছে। আমি গরীব মানুষ, আমি তাদের কিভাবে ভরণপোষন করবো। আমার মেয়ে বর্তমানে নাবালক দুটি সন্তান নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। যেন দিহেশারা অবস্থা।

এ ব্যাপারে ছাওলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. নাজির হোসেনের সা‌থে কথা হলে তিনি বলেন, আমার ইউনিয়নে মনজু ও মামুন নামে দুজন ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের পরিবারের খোঁজখবর নেয়া হচ্ছে। আমি ব্যক্তিগত ভাবে সহযোগিতা করেছি। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, কাল-পরশুর মধ্যে সহযোগিতার জন্য নিহতদের পরিবারের কাগজপত্র জমা করব। আশা করছি বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে নিহত পরিবাররা সরকারি সহায়তা পাবেন।

অন্যদিকে তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. বজলুর রশিদের সঙ্গে মুঠোফোনে নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হক সুমন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত মনজু মিয়ার পরিবারের খোঁজখবর নেয়া হয়েছে। তার পরিবারকে সহযোগিতা করা হবে। এ জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে নিহতের পরিবারের প্রয়োজনীয় তথ্যসহ কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.