× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক সাগর রুনি হত্যা মামলার বিচারের দাবিতে শিবচরে মানববন্ধন

মোহাম্মদ ইমদাদুল হক মিলন, মাদারীপুর প্রতিনিধি।

১৯ আগস্ট ২০২৪, ১৮:০৫ পিএম

ছবিঃ ইমদাদুল হক মিলন

মাদারীপুরে সাংবাদিক সাগর রুনি হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) দুপুরে শিবচর প্রেসক্লাবের সামনে সাংবাদিক পরিবারের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ হত্যার বিচারসহ, পুলিশ প্রসাশনের পুর্নগঠনের দাবিতে মানববন্ধন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা সাগর রুনিসহ সকল সাংবাদিকদের হত্যা নির্যাতন, দলীয় পুলিশ সংস্কার, সরকারী দপ্তর দলীয়মুক্ত সহ ৭ দফার দাবি জানানো হয়। এছাড়া এ পর্যন্ত যত সাংবাদিকদের হত্যা ও নির্যাতন করা হয়েছে সকলের হত্যাকাণ্ডের ও নির্যাতনের সাথে জড়িত অপরাধীদের বিচার আওতায় আনতে হবে। বক্তারা আরো বলেন সকল পুলিশ প্রসাশনের কে দলীয় মুক্ত ও ঘুষ মুক্ত করতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন বিজয় টিভির প্রতিনিধি আবুল খায়ের খান, ইত্তেফাকের প্রণব কুমার সহা, আজকের দর্পনের মীর এম ইমরান, দৈনিক জবাবাদিহি শাহিন বিন আনিছসহ অন্যান্য গণমাধ্যমকর্মী ও ছাত্র-ছাত্রীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.