সৃজনশীল মেধা অন্বেষণ পরীক্ষা ২০২৪ এ লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় এর তিনজন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন তালহা হোসাইন দশম শ্রেণী, কাজী ইসরাত জাহান প্রভা অষ্টম শ্রেণী, মো: রোহান দশম শ্রেণী, উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে সাফল্য অর্জন করায় তাদেরকে এ পুরস্কার প্রদান করা হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাদেরকে এ সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ প্রমুখ।