ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ মানববন্ধন সমাবেশ করেছে সাংবাদিকেরা। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে প্রেসক্লাবের সামনে রংপুরে কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সাংবাদিকরা ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে হামলায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, গণমাধ্যম এবং সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করছে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিরোধ করতে হবে। সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের কোন দল নেই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক নিহত এবং আহত হচ্ছেন। এসবের বিচার করতে হবে। মত প্রকাশে সকলকে স্বাধীনতা দিতে হবে। হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।
সাংবাদিক নেতারা বলেন, গনমাধ্যমের কন্ঠরোধের অপচেষ্টা করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না। ছাত্র-জনতার আন্দোলনের শুরু থেকে অদ্যাবধি সারা দেশে বিভিন্ন গণমাধ্যমে দুস্কৃতকারীরা হামলা, ভাংচুরসহ নারকীয় তাণ্ডব চালিয়েছে। এতে অনেক গণমাধ্যম কর্মী মারধর নির্যাতনের শিকার হয়েছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছে। দুস্কৃতকারীদের আইনের আওতায় আনতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন তারা।
মানববন্ধন সমাবেশে ঢাকা পোস্টের রংপুরের নিজস্ব প্রতিবেদক ও রংপুর প্রেসক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক বয়োজ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু। বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, বাংলাদেশ প্রতিদিনের রংপুরের নিজস্ব প্রতিবেদক নজরুল মৃধা, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, নিউজ ২৪ এর রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, কালের কন্ঠের রংপুর ব্যুরো প্রধান নজরুল ইসলাম রাজু, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রংপুর রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি রনজিৎ দাস, রিপোর্টাস ক্লাব রংপুরের কোষাধ্যক্ষ আহসান হাবিব মিলন, সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর, টিসিএ রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, সমাজ উন্নয়নকর্মী তানবীর হোসেন আশরাফী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- ইউএনবির রংপুর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলাদেশ ফটো জার্নালিলস্ট এসোশিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি কামরুল হাসান টিটু প্রমুখ। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য অংশ নেন।