× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুড়ীর লাঠিটিলা সীমান্ত থেকে দুই বাংলাদেশী আটক

খোর্শেদ আলম জুড়ী, মৌলভীবাজার প্রতিনিধি।

২০ আগস্ট ২০২৪, ২০:৫৬ পিএম

ছবিঃ খোর্শেদ আলম জুড়ী

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা সীমান্ত থেকে দুই বাংলাদেশীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সীমান্ত এলাকায় অপরিচিত দুই যুবককে দেখে স্থানীয়রা গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানকে খবর দেয়। পরে চেয়ারম্যান সেখানে গিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হল রাজশাহীর গোদাবাড়ির আনছার আলীর ছেলে সারোয়ার (৩১) মোঃ আব্দুল ওয়াদুদের ছেলে  মোঃ আবু সাইদ (২৪)।

জানা যায়, গত জুলাই মাসের ১৭ তারিখ কাজের উদ্দেশ্য ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে তারা ভারতে যায়। সেখানে তারা পুলিশের হাতে আটক হলে পুলিশ তাদের বিএসএফের হাতে তুলে দেয়। সোমবার (১৯ আগস্ট) রাত ১২টার পরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে লাঠিটিলা সীমান্ত  দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে। স্থানীয়রা সীমান্তে অপরিচিত লোকজন দেখে চেয়ারম্যানকে খবর দেয়। পরে চেয়ারম্যান তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, আমি এবং স্থানীয় ইউপি সদস্য সহ সাধারণ জনতা খবর পেয়ে সেখানে গিয়ে তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসি। পরে বিজিবির হাতে তুলে দেই।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মেহেদী হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে বর্ডার অতিক্রম করার মামলা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.