× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সালমান এফ রহমানের সহচরকে গ্রেপ্তারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি।

২১ আগস্ট ২০২৪, ১৭:৪৭ পিএম

ছবিঃ নরসিংদী প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকে বাধাগ্রস্থ করতে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনকে অর্থযোগানদাতা ও সালমান এফ রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত সাইদুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগষ্ট) বেলা দুইটার দিকে নরসিংদী প্রেসক্লাবের সামনে সতচেন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাইদুর রহমান নরসিংদী জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক এবং রায়পুরা উপজেলার চর মরজাল গ্রামের বজলুর রহমানের ছেলে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাইদুর রহমান শেখ হাসিনার শিল্প ও বানিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে পরিচয় সূত্র ধরে নরসিংদী জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদকের পদ ভাগিয়ে নেন। এরপর থেকে শুরু করেন বিভিন্ন অপকর্ম।

সে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দলের নাম ভাঙ্গিয়ে দীর্ঘ ১৫ বছর যাবৎ চাঁদাবাজি, ভূমিদখল, ভাংচুর, লুটপাটসহ বিভিন্ন অপকর্ম চালাতো। তার অপকর্মের হাতে থেকে সাধারণ মানুষ পযর্ন্ত রেহাই পাইনি। কিন্তু বৈষম্যেরবিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিজয় হওয়ার পর থেকে সে গা ঢাকা দিয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সতচেন নাগরিক সমাজ’র পক্ষে মো. সুজন মিয়া, মো. দ্বীপ, মো. তৌহিদুল ইসলাম ও মো. রায়হান প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.