× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বকেয়া বেতনের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের অবরোধ

সাড়ে ৪ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক

মো. মনরিুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতনিধি।

২১ আগস্ট ২০২৪, ১৯:৩৬ পিএম

ছবিঃ মো. মনরিুজ্জামান

গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার দুপুর একটায় উপজেলার চন্দ্রাস্থ মাহমুদ জিন্স লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে ঢাকা-টাঙ্গাল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় মহাসড়ক অবোরোধ করে।

এসময় শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে মহাসড়কে বিক্ষোভ করে এবং কারখানার মালিকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চন্দ্রা থেকে কোনাবাড়ি-জিরানি ও গোড়াই পর্যন্ত  ৩০ কিলোমিটার ব্যাপি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোকরত শ্রমিকরা জানান গত ৫মাস যাবত কারখানার স্টাফরা ও ২ মাস যাবত কারখানার শ্রমিকরা বেতন পাচ্ছেন না। বেতন না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। দ্রুত বেতন প্রাপ্তির জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

জানা যায়, প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘ সাড়ে ৪ ঘন্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। অবশেষে, প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়ক থেকে বিক্ষুব্দ শ্রমিকরা চলে গেলে দীর্ঘ সাড়ে ৪ঘন্টা পর বিকেল সাড়ে ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে শিল্প পুলিশের ওসি নিতাই চন্দ্র সরকার নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.