কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে অভিযান চালিয়ে গাজী গ্রুপের লুট হওয়া টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকেলে কোম্পানীর কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানা সংলগ্ন সড়কে একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
চান্দিনা বাজারে এসব মালামাল বিক্রির চেষ্টা করেছিল লুটপাটকারীরা। উদ্ধারকৃত মালের মধ্যে গাজী পাম্প, গিজার, সাব মার্সিবল পাম্প, ইন্ডাট্রিয়াল পাম্প সহ ৩১পিস মালামাল রয়েছে। এসময় কোম্পানীর রিজিওনাল ম্যানেজার মো. মজিবুর রহমান, আনিছুর রহমান, টেরিটরি সেলস ম্যানেজার শুভ্র সেন গুপ্ত। ৫ আগস্ট থেকে ৮ আগস্ট গাজী গ্রুপের রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত কোম্পানীর গোডাউন থেকে এসব মালামাল লুট হয়েছিলো বলে কর্মকর্তারা জানিয়েছেন।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোর্শেদ জানান, কোম্পানীর লোকজন মালামাল উদ্ধার করে আমাদেরকে অবহিত করেছেন। কোম্পানীর নির্দিষ্ট নিয়মের বাইরে কোন ব্যক্তির কাছ থেকে মাল ক্রয় না করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।