× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) প্রতিনিধি।

২১ আগস্ট ২০২৪, ২০:১৬ পিএম

ছবিঃ মো. আবুল হাসেম

পাহাড়ের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিনামুল্যে চিকিৎসা সেবা এবং অসহায় ও হত-দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে গুইমারা রিজিয়নেরর অধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন। 


বুধবার (২১ আগষ্ট) সকাল ১১টার দিকে বাইল্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি। এরপরপরই মাটিরাঙ্গার ইসলামপুর এলাকায় মাটিরাঙ্গা সেনা জোনের ব্যবস্থাপনায় নি‌র্মিত যাত্রী ছাউনীর উদ্বোধন করেন তিনি। 


এর আগে মাটিরাঙ্গা জোন সদরে জোনের আওতাধীন এলাকার শতাধিক অসহায় ও হত-দরিদ্রদের মাঝে বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য-সামগ্রী, একজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান বিতরণ করা হয়। 


এ সময় সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ,  স্থানীয় গণ্যমান্যব্যাক্তিবর্গ, হেডম্যান-কার্বারীগণ প্রমুখ উপস্থিত ছিলেন। 


এদিকে, বাইল্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মুহা. মুঈদ উল করিম চৌধুরীর নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে ৭৪৬ জন চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। 


মাটিরাঙ্গা জোন জোন অধিনায়ক  লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। মানুষের আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে ভবিষতেও এই ধারা অব্যহত থাকবে বলেও তিনি জানান। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.