× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উজানের ঢলে নাঙ্গলকোটের শতভাগ গ্রাম প্লাবিত

মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লা প্রতিনিধি।

২২ আগস্ট ২০২৪, ১৪:২৫ পিএম

ছবিঃ মোহাম্মদ আলাউদ্দিন

টানা বৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শতভাগ গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার প্রায় ৫ লক্ষ মানুষ। বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বৃদ্ধ বয়সী মানুষ ও শিশুদের নিয়ে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী।

তিনি বলেন, ‘উপজেলার শতভাগ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫ লক্ষ মানুষ। পানিবন্দি মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করতে কাজ করছে উপজেলা প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। ইতোমধ্যে উপজেলার ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষনা করা হয়েছে। এছাড়া দুর্গতদের তালিকা করা হচ্ছে। তালিকা শেষে ত্রাণ সহায়তা দেওয়া হবে।’ 

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, ‘নদীর পানি প্রতিনিয়ত বাড়ছে। আশাব্যঞ্জক কোনও খবর নেই। গোমতীর বেশ কয়েকটি বাঁধে ফাটল ধরেছিল। গতকাল রাত থেকে সেগুলো টিকিয়ে রাখার চেষ্টা করছি। পানি বাড়লে আর কিছুই করার থাকবে না।’

পাউবো সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টায় গোমতীর পানি সদর অংশে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.