× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন্যা

তিতাসে গোমতী নদী গর্ভে বিলীন অস্থায়ী সেতু

মাহবুবুর রহমান, তিতাস(কুমিল্লা) প্রতিনিধি।

২২ আগস্ট ২০২৪, ১৭:০৫ পিএম

ছবিঃ মাহবুবুর রহমান

কুমিল্লার তিতাসে ভারী ভর্ষণের ফলে সৃষ্ট বন্যার প্রবল স্রোতে নদী গর্ভে বিলীন হয়ে গেল গোমতী নদীর উপর ইস্পাত ও কাঠের সংমিশ্রণে নির্মিত অস্থায়ী সেতুটি।

গত বুধবার বিকেলে উপজেলার আসমানিয়া বাজার সংলগ্ন ওই সেতুটি ভেসে যাওয়ার দৃশ্যটি সরেজমিনে গিয়ে দেখা যায়। (সাংবাদিকদের উপস্থিততে) এসময় সেতুটির উপর দিয়ে পারাপাররত মানুগুলোকে দিকবিদিক ছুটতে দেখা যায়। সেতুটি প্রথমেই পুর্বদিকে হেলে যায় তার পর কিছুক্ষণ ভেসে তা নদীতে বিলিন হয়ে যায়।

সেতুটি ভেসে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে প্রায় ২২টি গ্রামের লক্ষাধিক মানুষ। এতে করে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাসীর মাঝে। দুর্বল  অবকাঠামোয় নির্মাণ ও কতৃপক্ষের উদাসীনতার কারনে সেতুটি এনিয়ে দুই বার ভেঙে যায় বলে জানান তারা।

পথচারীরা জানান, সেতুটি ভেঙে পড়ায় আমরা দুশ্চিন্তায় আছি। বিকল্প নৌকায় যাতায়াত করতে গেলে এখন টাকা ও ঘন্টার ঘন্টা দাড়িয়ে থাকতে হবে।এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান,আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  ভিডিও দেখেছি এখনো পরিদর্শনে যেতে পারিনি।

প্রবল স্রোতে ও কচুরিপানার চাপে সেতুটি ভেসে যায়। তাছারা নতুন ব্রিজের কাজ চলমান হওয়ায়,নদীর দুপাশ সোরু হওয়ায় স্রোত বেড়ে যাওয়ায় অস্থায়ী সেতুটি ভেসে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অস্থায়ী সেতুটি পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.