× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুমিল্লায় বন্যা

বাঁধ ছুঁই ছুঁই গোমতি নদীর পানি! 

মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লা প্রতিনিধি।

২২ আগস্ট ২০২৪, ১৭:৪৭ পিএম

ছবিঃ মোহাম্মদ আলাউদ্দিন

কুমিল্লায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। গোমতির নদীর পানি বাঁধ ছুঁই ছুঁই অবস্থায় আছে, বন্ধ হয়ে গেছে ঢাকা চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল। সেই সাথে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত সর্বশেষ তথ্যে এ সব জানা গেছে। এ দিকে কুমিল্লার গোমতি নদীর পাড় থেকে সকল মানুষকে নিরাপদ আশ্রয়ে ও আশ্রয় কেন্দ্রে সরে যেতে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। 

কুমিল্লায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা ভারী বষর্ণে পানিবন্ধী হয়ে ঘরছাড়া জেলার কয়েকটি উপজেলার লক্ষাধিক মানুষ।  বানের স্রোতে ভেসে গেছে ঘরবাড়ির মূল্যবান আসবাবপত্র। আশ্রয়ের সন্ধানে মানুষ ছুটছে উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে। বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। অজানা আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন বন্যার্ত মানুষেরা। 

বন্যার্ত মানুষের আশ্রয়ের জন্য কুমিল্লার নাঙ্গলকোটে ৫৪টি, বরুড়ায় ৫১টি, চৌদ্দগ্রামে ২৮টি এবং সদর উপজেলায় ৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে মানুষ এসব আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। 

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, “নদীর পানি প্রতিনিয়ত বাড়ছে। আশাব্যঞ্জক কোনো খবর নেই। গোমতীর বেশ কয়েকটি বাঁধে ফাটল ধরেছিল। গতকাল রাত থেকে সেগুলো টিকিয়ে রাখার চেষ্টা করছি। পানি বাড়লে আর কিছুই করার থাকবে না।”

পাউবো সূত্র আরও জানায়, বৃহস্পতিবার দুপুর ৪টায় গোমতীর পানি সদর অংশে বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.