× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পল্লবী থানার ওসিসহ ৮ জনের বিরুদ্ধে ডিওএইচএস কর্তৃপক্ষের মামলা

সাব্বির জুবায়ের, নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট ২০২৪, ১৯:৩৩ পিএম । আপডেটঃ ২২ আগস্ট ২০২৪, ১৯:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত

পল্লবী থানার সদ্য সাবেক ওসি অপূর্ব হাসানসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৫০-৩০০ জনের বিরুদ্ধে মিরপুর ডিওএইচএস কর্তৃপক্ষ আজ (২২ আগষ্ট) পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। 

মিরপুর ডিওএইচএস কর্তৃপক্ষ'র পক্ষে অব: সিনিয়র ওয়ারেন্ট অফিসার দিলীপ চন্দ্র দেবনাথ বাদী হয়ে মামলায় উল্লেখ করেন, চঞ্চল, শাহীন, রুবেল, ছোট রুবেল, মামুন সরকার, পল্লবী থানার সদ্য সাবেক ওসি অপূর্ব হাসান, হেলাল মাতবর, মিজান সরকারসহ অজ্ঞাত ২৫০-৩০০ জন সংঘবদ্ধ হয়ে ডিওএইচএসে অনধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে সাধারন জনতাকে  গুরুতর আঘাত করে ও ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

এই বিষয়ে জানতে চাইলে মামলার বাদী দিলীপ চন্দ্র দেবনাথ  দৈনিক সংবাদ সারাবেলাকে বলেন, গত ১৮ আগষ্ট ওসি অপূর্ব হাসান কিছু সন্ত্রাসীকে নিয়ে ডিওএইচএস এলাকায় আন্দোলনকারী উপর দিনব্যাপী হামলা চালায়। এই সময় টিয়ার শেল ও গুলিতে অনেকে আহত হয়। ওসি এবং কিছু সন্ত্রাসী এই সময় আন্দোলনকারীদের দমনের উদ্দেশ্যে ডিওএইচএস এলাকায় প্রবেশ করে বিভিন্ন বাসা-বাড়ি ও মার্কেটে তান্ডব চালায়। আমি সিকিউরিটি ইনচার্জ হিসেবে এই বিষয়ে পল্লবী থানায় মামলাটি দায়ের করেছি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.