× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাবার সাথে মাছ ধরতে এসে বানের স্রোতে তরুণ নিখোঁজ

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি

২৩ আগস্ট ২০২৪, ১৬:৪৭ পিএম

ছবিঃ মোঃ আব্দুল কাইয়ুম

মৌলভীবাজারের রাজনগরে মনু নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করা বানের তীব্র স্রোতে বাবার সাথে মাছ ধরতে এসে নিখোঁজ হয়েছেন সাদিকুর রহমান হৃদয় (২৫) নামের এক তরুণ। 

আজ (২৩ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার রাজনগর সদর ইউনিয়নের পুদিনাপুর এলাকার (ময়নার দোকান) ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ ওই তরুণ একই উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদিনীমহল গ্রামের সোনাধর মিয়ার ছেলে। ওই তরুণ মুন্সিবাজার এলাকার ফার্নিচার ব্যবসায়ী বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কাওছার মিয়া ।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মধ্যরাতে হৃদয় তাঁর বাবার সাথে চিটকি জাল দিয়ে মাছ ধরতে আসে। আগে থেকেই ওই এলাকার পাশ দিয়ে মনু নদীর বাঁধ ভেঙে পানি আশপাশের লোকালয়ে প্রবেশ করতে থাকে। সেখানে পানির স্রোতের সাথে মনু নদী থেকে প্রচুর মাছ আসার খবরে স্থানীয় অনেকের মতো হৃদয় ও তাঁর বাবা মিলে মাছ ধরতে আসেন।

রাত দেড়টার দিকে হৃদয়ের হাতে বাঁধা চিটকি জাল পানির দিকে ছুড়ে মারার সময় জালের রশির টানে কিছু বুঝে উঠার আগে পানিতে পড়ে যায়। এসময় তাঁকে উদ্ধারে তার বাবাও পানিতে ঝাঁপ দেন। পরে চেষ্টা করে বাবা সোনাধর মিয়া তীরে উঠতে সক্ষম হলেও পানির স্রোতের কারণে ছেলে হৃদয় মুহূর্তেই নিখোঁজ হয়ে যায় । এসময় সেখানে প্রচুর লোকসমাগম থাকলেও স্রোতের তীব্রতার কারণে তাঁকে উদ্ধারে কেউ পানিতে নামার সাহস করেনি। 

এদিকে আগে থেকেই পুরো রাজনগর উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার পানি ছড়িয়ে পড়ার কারনে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে পুরো উপজেলা। বিদ্যুৎবিহীন হওয়ায় রাতের ঘন অন্ধকারে তাঁর খোঁজে উদ্ধার তৎপরতা চালাতে পারেনি স্থানীয় ফায়ার সার্ভিস সহ স্থানীয়রা।

এ বিষয়ে রাজনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আলী হোসেন জানান, ঘটনার পর পরই আমরা ওই তরুণকে উদ্ধারে সিলেটে ডুবুরি টিমের সন্ধানে যোগাযোগ করা হলে ভোরেই তারা সিলেট থেকে ঘটনাস্থলে এসে পৌঁছে। এর পর আজ(২৩ আগস্ট)  ভোর সাড়ে ৬ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ডুবুরি দল চানা ৫ ঘন্টা উদ্ধার অভিযান চালালেও কোন হদিস মিলেনি নিখোঁজ ওই তরুণের।

ওদিকে ছেলে নিখোঁজের খবর পেয়ে তাঁর পুরো পরিবার চরম উদ্বেগ আর উৎকন্ঠার মধ্য দিয়ে রয়েছে। 

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা জানান, দুপুর ১২ টা পর্যন্ত ডুবুরি দল অভিযান চালিয়ে কোন খোঁজ পায়নি। তবে ওই তরুণের খোঁজে ফের অভিযান শুরুর বিষয়টিও জানান তিনি। 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.