× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালী বন্যা

সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন বানভাসি মানুষের জন্য আশীর্বাদ

শাহাদাত হোসেন, নোয়াখালী (কােম্পানীগঞ্জ) প্রতিনিধি।

২৪ আগস্ট ২০২৪, ১৫:৫১ পিএম

ছবিঃ শাহাদাত হোসেন

তুমুল বৃষ্টি আর বাঁধভাঙা বন্যার তোড়ে প্লাবিত নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল অঞ্চল। কালবিলম্ব না করে মানবতার চিরন্তন হৃদয়াবেগ নিয়ে দুর্গত মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন দেশের ছাত্র-জনতা। সর্বস্তরের মানুষ অতীতের মতোই একতাবদ্ধ হয়েছেন সব মতভেদ, বিবাদ–বিসংবাদ ভুলে। সর্বশক্তি নিয়ে দেশের এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নেমেছেন। যে যেভাবে পারছেন—অর্থ, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, উদ্ধার, আশ্রয়, শুশ্রূষা দিয়ে, কায়িক শ্রম দিয়ে ত্রাণকাজে সহায়তা করছেন। তাঁরা বলছেন, এই ঐক্যই দুর্যোগ–দুর্বিপাক থেকে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারের প্রধান শক্তি।

দুর্যোগ–দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর মহৎ গুণটি এ দেশের মানুষ রপ্ত করেছেন অনেক আগেই। সিডর, আইলা থেকে শুরু করে বন্যা, জলোচ্ছ্বাস, শৈত্যপ্রবাহ কিংবা অগ্নিকাণ্ড, ভবনধস এমনকি মহামারির সময় সর্বস্তরের মানুষ আপনাপন সাধ্যানুযায়ী মানবিক কাজে সক্রিয় থেকেছেন। সবাই মিলে দুর্যোগ অতিক্রম করে জীবনের বুনিয়াদ অব্যাহত রাখতে অবদান রেখেছেন।

এবারও দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল অঞ্চল বন্যায় তার ব্যত্যয় হয়নি। রাজধানীসহ সারা দেশে পথে পথে দেখা যাচ্ছে ত্রাণ সংগ্রহের কাজ। তবে এখন ত্রাণ তহবিল ও অন্যান্য সামগ্রী সংগ্রহ, ত্রাণকাজে নানা রকম উপকরণ দান ও সরাসরি অংশ নিতে সামাজিক যোগাযোগমাধ্যম বড় ভূমিকা রাখছে। বিশেষ করে ফেসবুক ত্রাণকাজে নিয়োজিত ব্যক্তিদের যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময়, পরামর্শ, ত্রাণসামগ্রী বিতরণ ও সংগ্রহের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

ফেসবুকের বুক ভরা এখন ত্রাণকাজের ছবি, ভিডিও আর এ–সংক্রান্ত হরেক রকম আবেদনে। বিভিন্ন গ্রুপ, সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান, এমনকি ব্যক্তিগত উদ্যোগেও মানুষ এই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তাঁদের আহ্বান, অনুরোধ, অভিমত, অভিজ্ঞতা। মুঠোফোন নম্বর, ব্যাংকের সঞ্চয়ী হিসাব নম্বর, যোগাযোগের ঠিকানা—এসব তুলে দিচ্ছেন। মানুষ তাতে সাড়াও দিচ্ছেন।

কত মানুষ কতভাবে যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন! ব্যক্তিগতভাবে আমজাদ খান নামের একজন তাঁর মুঠোফোন নম্বর দিয়ে জানিয়েছেন, ৪৫০ টাকা দামের লাইফ জ্যাকেট তিনি উদ্ধারকর্মীদের ১৫০ টাকায় দিচ্ছেন। ইমাম হোসেন নামের আরেকজন লিখেছেন, ত্রাণসামগ্রী, নৌকা বা স্পিডবোট পরিবহনের জন্য তাঁর দুটি ট্রাক নিয়োজিত রয়েছে।

কােম্পানীগঞ্জ উপজেলা বিভিন্ন সামাজিক সংগঠন ফেইসবুক পেইজে লিখেছেন, ফ্রেন্ডস্ সোসাইটি, অগ্নিবীণা পাঠাগার, মোনালিসা স্পোর্টিং ক্লাব  পক্ষ থেকে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা মাঠে আছে সাহায্যের প্রয়োজনে নিরদ্বিধায় যোগাযোগ করার জন্য সেচ্ছাসেবী কর্মীদের মােবাইল নাম্বার প্রকাশ করেছে। 

সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে ফ্রেন্ডস্ সোসাইটির স্বেচ্ছাসেবকরা নিয়োজিত আছেন আজকে সারা রাত। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

এম.এ রহিম গণমাধ্যম কর্মী ফেইসবুক পেইজে লিখেছেন, ফেনী,দাগনভূঞা যারা নিরাপদ আশ্রয়  খুজছেন সবাই বসুরহাট চলে আসুন|আমাদের সকল স্কুল কলেজ খুলে দেওয়া হয়ছে। বসুরহাট জিরো পয়েন্ট স্বেচ্ছাসেবী  টিম রয়েছে আপনাদের সহযোগিতা করবে।

কােম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উনার ফেইসবুক পেইজে লিখেছেন, কোম্পানীগঞ্জের বিত্তবান ও দানশীল ব্যক্তিবর্গের নিকট অনুরোধ, আশ্রয়কেন্দ্রসহ আপনাদের চারপাশের পানিবন্ধি মানুষের সহায়তায় এগিয়ে আসুন, তাদের খোঁজখবর নিন। সকলকে আজকের রাতে সজাগ থাকারও অনুরোধ করছি।

দেশে দুর্যোগ–দুর্বিপাক আসতেই পারে। সামাজিক মাধ্যমে এসব উক্তি, এসব ছবিই কিন্তু বলে দিচ্ছে, সম্মিলিত মানুষের বিপুল চেষ্টায় মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.