× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অভয়নগরে সড়কে মহাদুর্ভোগ, সাধারনের ভোগান্তি

জসিম উদ্দিন বাচচু, অভয়নগর (যশোর) প্রতিনিধি।

২৪ আগস্ট ২০২৪, ১৮:৫৭ পিএম

ছবিঃ জসিম উদ্দিন বাচচু

যশোর-খুলনা অভয়নগরের রাজঘাট থেকে ভাঙ্গাগেট প্রর্যন্ত প্রায় ৫ কিলোমিটার জুড়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিটুমিন ও ইট-পাথর ওঠে এমন বেহাল দশার কারণে এ সড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে দুর্ঘটনায় প্রাণহানি হতে পারে বলে আশস্কা করছেন স্থানীয়রা।

সড়ক ও জনপথ বিভাগের যশোরের নির্বাহী প্রকৌশলী বলেছেন, বৃষ্টির মৌসুম শেষ হলে সংস্কার কাজ শুরু হবে।

সরেজমিনে দেখা গেছে, যশোরে-খুলনা মহাসড়কের অভয়নগর অংশে রাজঘাট থেকে ভাঙ্গাগেট পর্যন্ত প্রায় ৫ কিলোমটার জুড়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকার অবস্থা সব থেকে ভয়াবহ। যে কারণে নূরবাগ এলাকায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। কিছু কিছু গর্ত এত গভীর; যার মধ্যে দুই ও তিন চাকার যান উল্টে যেতে পারে।

উপজেলার গুয়াখোলা গ্রামের ট্রাকচালক মোহাম্মদ হাসান বলেন, আমার নিজের ৬টি ট্রাক রয়েছে। একজন চালক হিসেবে নূরবাগ এলাকা পার হওয়া ঝুঁকিপূর্ণ। ৫ কিলোমিটার সড়ক পার হতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমন ক্ষতি হয় যন্ত্রাংশের। মহাসড়কে এত বড় বড় গর্ত কিভাবে হচ্ছে? দ্রুত সংস্কার করা না হলে গাড়ী চালানো অসম্ভব হয়ে পড়বে।

কুষ্টিয়ার গড়াই পরিবহনের চালক সিকেন্দার খন্দকার বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বার বার সংস্কার করার পরও বেহাল অবস্থা হয় কি করে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের ইন্ধনে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রীব্যবহার করেছে। আত্মসাত করেছে কোটি কোটি টাকা। যে কারণে সড়কের বেহাল অবস্থা।

যাত্রী ও পথচারীদের অভিযোগ, খানাখন্দ, কাঁদামাটি ও ছোট-বড় গর্তের কারণে প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের পাশে ফুটপাথ না থাকায় ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হচ্ছে। ৫ কিলোমিটার পার হতে কখনও যানজটের কবলে পড়ে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে।

এলাকাবাসী জানায়, রাজঘাট থেকে ভাঙ্গাগেট পর্যন্ত মহাসড়কে চলাচল করা ঝুঁকিপূর্ণ। একটু বৃষ্টি হলে গর্তে পানি জমে থাকে। যানবাহন চলাচল করলে সেই গর্তের পানি ব্যবসাপ্রতিষ্ঠানসহ আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে। দ্রুত সময়ের মধ্যে গর্তে ভরা ৫ কিলোমিটার সড়ক সংস্কার করতে হবে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের যশোরের নির্বাহী প্রকৌশলী গোলাম

কিবরিয়া বলেন, যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরে যে সমস্যা হয়েছে সে সম্পর্কে অবগত আছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংস্কারের নির্দেশনা দেয়া হয়েছে। বৃষ্টির কারণে সংস্কার কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। আশাকরি বৃষ্টির মৌসুম শেষ হলেই সংস্কার কাজ শুরু হবে।


জসিম

উদ্দিন বাচচু

সংযুক্ত ছবি-৩ ২৪-৮-


২০২৪

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.