× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া অব্যাহত

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি।

২৬ আগস্ট ২০২৪, ১৪:৩০ পিএম । আপডেটঃ ২৬ আগস্ট ২০২৪, ১৪:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়া অব্যাহত রয়েছে। আজ সোমবার সকাল থেকে ১৬টি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। এর আগে গতকাল রোববার রাতে ৪ ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছিল। সোমবার সকাল ১০টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৮.৮৪ ফুট মিনস সি লেভেল (এমএসএল)। 

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে শনিবার বেলা ৩টায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ এক নোটিশে প্রথম পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করে। ওই দিন রাত ১০টায় পানি ছাড়ার কথা থাকলেও পরে পরিবর্তন করে ২৫ আগস্ট রোববার সকাল ৮টা ১০ মিনিটে পানি ছাড়া হয়। এ জন্য ভাটি অঞ্চলকে আগে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিল। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে দৈনিক সর্বোচ্চ ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা জাতীয় গ্রিডে যোগ হয়। আর কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.