× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পত্নীতলায় প্রীতম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

রবিউল ইসলাম, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি।

২৮ আগস্ট ২০২৪, ১৪:৩৮ পিএম

ছবিঃ রবিউল ইসলাম

ঢাকায় সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুনের শিকার নওগাঁর পত্নীতলা উপজেলার যুবক জাররাফ আহমেদ প্রীতম (২৮) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার (২৮ আগস্ট)  দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বরে উপজেলার সাধারণ জনগণের উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-নজিপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের সাবেক ছাত্র জেমস, ২০১০ ব্যাচের সাবেক ছাত্র আব্দুল মুত্তালিব, শামিউল ইসলাম ছনি, নজিপুর বাসস্ট্যান্ড কাপড় ব্যবসায়ী আশরাফুল ইসলাম, নজিপুর উচ্চ বিদ্যালয়ের ২০১৬ ব্যাচের সাবেক ছাত্র রাফি, রাকিবুল ইসলাম প্রমুখ।  

নিহত প্রীতমের বন্ধু,  ছোট ভাই ও বড় ভাইয়েররা প্ল্যাকার্ড কার্ড হাতে মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তারা নজিপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের সাবেক ছাত্র প্রীতমের হত্যাকাণ্ডের ১ দিন অতিবাহিত হলেও এখনো কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। 

প্রসঙ্গত, সোমবার (২৬ আগস্ট) রাতে নজিপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয় প্রীতম। (২৭ আগস্ট) মঙ্গলবার ভোরবেলা ঢাকায় পৌঁছানোর পর ছিনতাইকারীর কবলে পড়েন ও ছুরিকাহত হন প্রীতম। পরে স্থানীয় এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় প্রীতমকে জরুরি চিকিৎসার জন্য মেডিকেল হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সে মারা যান। পত্নীতলা উপজেলার নজিপুর পৌর এলাকার হরিরামপুর (কারিগরি কলেজ) এর বাসিন্দা

নজিপুর সরকারি কলেজ এর সাবেক অধ্যাপক প্রফেসর বদিউল ইসলামের ছেলে।  প্রীতম Senior Software Engineer at Newroz Technologies Limited এ কর্মরত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.