× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষার্থী তালহা হত্যাকাণ্ডের বিচার দাবি, অসহায় বাবার

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো। 

৩১ আগস্ট ২০২৪, ১৯:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত

রংপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী তালহা বিন মুর্শিদের মৃত্যুকে পরিকল্পিত হত্যা মনে করছেন সহপাঠী ও স্বজনরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শনিবার (৩১ আগস্ট) দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে অশ্রুসিক্ত কণ্ঠে ছেলে হত্যার বিচার দাবি করেন নিহত তালহার বাবা মুরশিদ আলম।

গত ২৫ আগষ্ট নগরীর শালবন মিস্ত্রীপাড়া এলাকায় নানার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শিক্ষার্থী তালহা। তবে পরিবারের দাবি তালহা আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে। মানববন্ধনে এই হত্যাকাণ্ডে শ্বশুর পরিবারের লোকজন জড়িত বলে অভিযোগ করেন তালহার বাবা মুরশিদ আলম। 

মানববন্ধনে তিনি আরও বলেন, প্রবাসের রোজগারের অর্থে গড়া শ্বশুর বাড়িতে একমাত্র ছেলের নামে বহুতল ভবন নির্মাণ করেন তিনি। এরপর থেকেই স্ত্রীর সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। সেই সূত্র ধরেই শ্বশুর পরিবারের লোকজন ছেলেকে হত্যা করেছে। তবে এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। তাই ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। একই দাবি নিহত তালহার সহপাঠীদেরও।

এদিকে তালহা বিন মুর্শিদের মৃত্যুর ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.