রংপুরে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩১ আগস্ট) দুপুরে নগরীর লালকুঠি ও ধাপ সিটি বাজারে এ অভিযান পরিচাল করা হয়। অভিযানে মূল্য তালিকা না টাঙানোসহ ক্রেতার কাছ থেকে বেশি দাম নেয়ার অভিযোগে দুজন বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
এদিকে অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। কিছু পণ্যের দাম সহনীয় হলেও বেশির ভাগ পণ্যের দাম উর্ধ্বমুখী হওয়ায় নিয়মিত বাজার মনিটরিং করতে ক্রেতা সাধারণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। তিনি আরও জানান, মূল্য তালিকা না থাকায় একটি মুদির দোকানে এক হাজার টাকা ও মুরগির বাজারে প্রতি কেজি মাংসতে দাম বেশি রাখায় আরেকটি দোকানে ৫০০ টাকা জরিমানা করে বিক্রেতাদের সর্তক করা হয়। যেসব পণ্যের দাম উর্ধ্বমুখী সেগুলো মনিটরিং করে ব্যবস্থা নেয়া হবে।